আপডেট : ৩১ আগস্ট, ২০২২ ১৭:৫১
চুলের যত্নে মেহেদি পাতা
অনলাইন ডেস্ক

অনেক আগে থেকেই চুলে মেহেদি বাটা ব্যবহার করার প্রচলন চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে এর ব্যবহার দেখা যায়। চুলের যত্নে মেহেদি খুবই উপকারী। চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে মেহেদি পাতা।
আসুন জেনে নেয়া যাক এর কার্যকারিতা সম্পর্কে-
মাথার ত্বক ঠাণ্ডা রাখে
চুল পড়া রোধ করে
খুশকি দূর করে
চুল সিল্কি করে
চুলের পুষ্টি জোগায়
ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে
চুলের আগা ফাটা রোধ করে
চুল ঘন করতে সাহায্য করে
চুলের গোড়া মজবুত করে
চুলের ত্বকে এলার্জির সমস্যা দূর করে
চুলের প্রাকৃতিক কালার এর জন্য মেহেদি বেশ ভালো কাজ করে