ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৪ মার্চ, ২০২২ ১৫:২৫

ভার্চুয়াল আলোচনা করবে ইউক্রেন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
ভার্চুয়াল আলোচনা করবে ইউক্রেন ও রাশিয়া


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করলেও এবার তারা অনলাইনে ভার্চুয়াল বৈঠক চালিয়ে যাবেন।
স্থানীয় সময় সোমবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। ক্রেমলিন মুখপাত্রের বরাত দিয়ে সোমবার রুশ বার্তাসংস্থা তাস এ খবর জানায়।
রাশিয়ার প্রেসিডেন্সিয়াল প্রেস-সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, ‘হ্যা’ অনলাইনে বৈঠক হবে।

তিনি জানান, শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চেন্সেলর ওলাফ শোলৎসের সঙ্গে ফোনালাপ হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের।
ফোনালাপে তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধারাবাহিক বৈঠক হবে বলে তাদেরকে জানিয়েছেন।
এর আগে বেলারুশে কয়েকটি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। এরপর তুরস্কে অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এসব বৈঠকে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি দুই দেশ।
তবে মানবিক করিডোর চালুর মাধ্যমে বেসামরিক লোকজনকে ইউক্রেন থেকে অন্যত্র আশ্রয় নেয়ার সুযোগ করে দিতে সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়।

উপরে