
ভার্সিটি পড়ুয়া ছেলেরা কমবেশি ফ্যাশন সচেতন। এছাড়াও অফিসে প্রতিদিনের পোশাকে সবাই চায় ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক। এই গরমে এমন পোশাক পরিধান করুন যেই পোশাক আপনাকে দিবে আরাম এবং স্বস্তি।
গরমের পোষকের রঙ সবসময় হালকা নির্বাচন করুন। কালো রঙ এড়িয়ে চলুন। তবে সাদা রঙ বেশ আরামদায়ক।
গরমে ভার্সিটি পড়ুয়া ছেলেদের জন্য সবচেয়ে আরামদায়ক হচ্ছে টি-শার্ট। সেক্ষেত্রে গোল কলারওয়ালা বা কলার ছাড়া টো শার্ট পরিধান করতে পারেন। দেখতেও বেশ স্মার্ট লাগবে। এছাড়া অ্যারো কলারের টি-শার্টও পড়তে পারেন।
অফিসে পরিধানের জন্য হাফ হাতার সুতি শার্ট অথবা ব্লকের শার্টও পরিধান করতে পারেন। এ ছাড়া পরিধান করতে পারেন ঢিলেঢালা ফতুয়া। যা আপনাকে এনে দিবে স্মার্ট লুক।
এই গরমে প্যান্ট এর কাপড় টাও চাই আরমদায়ক। তাই প্যান্ট নির্বাচনের বেলায় গাঢ় বাদামি, ধূসর, ধূসর, হালকা বাদামি, অফ হোয়াইট প্যান্ট বেঁছে নিতে পারেন। এছাড়া এই গরমে গ্যাবার্ডিন কাপড়েরও প্যান্ট বেশ আরামদায়ক হবে। যা সব কিছুর সাথেই মানানসই এবং ট্রেন্ডি। এছাড়া অনুষ্ঠানে গেলে পরিধান করতে পারেন সুতি অথবা খাদি কাপড়ের পাঞ্জাবি। যা ফ্যাশনের পাশাপাহি গরমে আপনাকে দিবে আরাম এবং স্বস্তি।
ভিন্ন লুক নিয়ে আসতে ফ্যাশনাবল জুতোর সাথে হাতে একটি ফ্যাশনাবল ঘড়ি পরতে পারেন।