logo
আপডেট : ২২ মার্চ, ২০২৩ ১৮:০২
শান্তি প্রচেষ্টার মধ্যেই ইয়েমেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, নিহত ১০
আর্ন্তজাতিক ডেস্ক

শান্তি প্রচেষ্টার মধ্যেই ইয়েমেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষ,  নিহত ১০


ইয়েমেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এরই মধ্যে নতুন করে সংঘাতে কমপক্ষে ১০ জন সৈন্য নিহত হয়েছে। বুধবার দেশটির সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তেল-উৎপাদনকারী মরিব প্রদেশে এ সংঘর্ষ হয়েছে।
সূত্রটি জানায়, মরিবে হুথি বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১০ ইয়েমেনি সৈন্য নিহত হয়েছে। এসময় পাল্টা অভিযানে অনেক হামলাকারীও নিহত হয়।
দুটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া একটি পাহাড়ি এলাকায় আক্রমণ করেছে এবং এই অঞ্চলে বাহিনী গঠনে নিয়োজিত রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরেকটি সূত্র জানিয়েছে, হুথিরা মরিবের দক্ষিণে হারিব জেলাকে উপেক্ষা করে পাহাড়গুলোতে আক্রমণ শুরু করেছে এবং সেই ফ্রন্টে অগ্রগতি করেছে, যার ফলে কয়েক ডজন পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

একই জেলায় অন্তত চার জন সৈন্য নিহত হওয়ার এক মাস পরে এই সংঘর্ষ সংঘটিত হলো। তবে সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে সৌদি-ইরান চুক্তির ফলে দ্রুত এ অঞ্চলের পরিস্থিতি বদলে যাবে। যুদ্ধবিরতির ডাক দিতে পারে সংশ্লিষ্ট দেশগুলো।