logo
আপডেট : ৬ মার্চ, ২০২৩ ১৭:৫৮
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের পুঁজি ২৪৬ রান
ক্রীড়া ডেস্ক

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের পুঁজি ২৪৬ রান


প্রথম দুই ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। দুটিতেই হেরেছে বড় ব্যবধানে। তাই তৃতীয়টি বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। ঘরের মাঠে দীর্ঘ ৯ বছর পর হোয়াইটওয়াশের এই লজ্জা এড়াতে ইংল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

সোমবার দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। কেননা দুই ওপেনার লিটন দাস এবং তামিম ইকবাল পাননি বড় রানের দেখা। তামিম ১১ করে ফিললেও লিটন ফিরে যান কোনো রান ছাড়াই। তবে পরবর্তীতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।
তবে ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটে কাটা পড়ে বিদায় নেন শান্ত। এরপর অবশ্য ৭০ রানে থাকা অবস্থায় আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকও। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদও, ফিরে যান বোল্ড আউট হয়ে ৮ রান করে। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন, ফিরে যান ১৫ রান কনে। সাকিব আল হাসান তখনো অবিচল ব্যাট হাতে।
এরপর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। তবে শেষ দিকে সাকিব দ্রুত রান তোলার চেষ্টা করলেও বেশি দূর দলকে নিতে পারেননি। সাকিব ৭৫ রানে আর্চারের শিকার হয়ে বিদায় নেন। এরপর দ্রুত অলআউট হয় বাংলাদেশ দল। ইংল্যান্ডের হয়ে আর্চার ছাড়াও স্যাম কারেন নেন ২ উইকেট।