logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২২ ১৬:১৫
বৃষ্টি বাধায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত
ক্রীড়া ডেস্ক

বৃষ্টি বাধায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় বাধার নাম বৃষ্টি। আগাম বার্তা ছাড়াই হুটহাট এসে হাজির! এবার বৃষ্টির কবলে পরে পরিত্যক্ত হলো বাংলাদেশ ম্যাচ। তাতে মূল লড়াইয়ে মাঠে নামার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেলো না বাংলাদেশ।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে এই ম্যাচে বৃষ্টি হতে পারে শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত এতটাই বৃষ্টি হলো যে মাঠেই নামতে পারলেন না দুই দলের অধিনায়ক। ফলে টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারদ্বয়।
বাংলাদেশের জন্য এই প্রস্তুতি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আগে শেষবারের মতো শুধু নিজেদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ ছিলো। একই সঙ্গে আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে শক্তিশালী দল নিয়ে মাঠে নামার সুযোগ ছিলো।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসানের দল। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর। বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা দলের সঙ্গে খেলবে টাইগাররা।