logo
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫০
আমন আবাদের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হয়েছে
নিজস্ব প্রতিবেদক

আমন আবাদের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হয়েছে


চলতি মৌসুমে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর আবাদ লক্ষ্যমাত্রা হলো ৫৯ লাখ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৬৩ লাখ মেট্রিক টন চাল। ২০২০-২১ সালে আমন মোট আবাদ হয়েছিল ৫৬ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ টন। গতবছর ২০২১-২২ সালে আবাদ হয়েছিল ৫৭ লাখ ২০ হাজার হেক্টর জমিতে, আর উৎপাদন হয়েছিল ১ কোটি ৫০ লাখ টন চাল।
সম্প্রতি ময়মনসিংহে এক কর্মসূচিতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমন উৎপাদনে অনিশ্চয়তা কেটে গেছে। আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আমনে উৎপাদন গত বছরের তুলনায় বেশিও হতে পারে।
আগামী বোরো মৌসুম পর্যন্ত কোনো সার সংকট হবে না বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার বলেছিলেন, আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে সার সংগ্রহ করছি।