logo
আপডেট : ২৬ জুলাই, ২০২২ ১৫:১১
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের


সামরিক জান্তা কর্তৃক চার গণতন্ত্র কর্মীর মৃত্যুদণ্ড কার্যকরের পর মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, চীন অন্য যেকোনো দেশের চেয়ে মিয়ানমারকে বেশি প্রভাবিত করতে পারে। সুতরাং চীনের উচিৎ মিয়ানমারের সামরিক জান্তার অন্যায় কার্যক্রম বন্ধে পদক্ষেপ গ্রহণ করা।
সোমবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। ফাঁসির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমারের উচিত মতপার্থক্য নিরসনে তার আইন ও সংবিধান ব্যবহার করা।

এদিকে প্রাইস সোমবার আরও বলেছেন, চারজন গণতন্ত্র কর্মীকে মৃত্যুদণ্ড দেয়ার পরে মিয়ানমারের জান্তার সাথে কোন ব্যবসা করবে না যুক্তরাষ্ট্র। জান্তাকে শাস্তি দেয়ার জন্য আরও ব্যবস্থা নেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও দেশটিতে সামরিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ করা এবং জান্তা সরকারকে ঋণ দেয়া থেকে বিরত থাকার জন্য সমস্ত দেশকে আহ্বান জানিয়েছেন প্রাইস।