logo
আপডেট : ২৬ জুলাই, ২০২২ ১৫:০৯
দল এবং সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়: মমতা
আন্তর্জাতিক ডেস্ক

দল এবং সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়: মমতা


মন্ত্রিসভার সহকর্মী বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, দল এবং সরকারের সঙ্গে ওই ঘটনার কোনও সম্পর্ক নেই।
মমতার কথায়, ‘আমি মানুষের দল করি। মানুষ যা চাইবে, আমি তা-ই করব। দল বা সরকারে সঙ্গে সম্পর্কযুক্ত নয়।’ মঙ্গলবার (২৬ জুলাই) আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মমতার বক্তব্য, এত টাকা তোলা হয়েছে, তা তিনি জানতেন না। কারণ, বিষয়টি কেউ তার গোচরে আনেননি। কেউ জানালে তখনই তো অ্যাকশন নেয়া হবে।

পার্থ প্রসঙ্গে সরাসরি নাম উলেখ না করে মমতা বলেন, ‘কেউ অন্যায় করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হোক। আমার আইন-আদালতের উপর ভরসা আছে।’
মমতা আরও বলেন, ‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের বিচার ও শাস্তি হোক। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!
মমতার বক্তব্যে স্পষ্ট, পার্থ দোষী সাব্যস্ত হলে তিনি তাকে ছেড়ে কথা বলবেন না। কিন্তু তার আগে পর্যন্ত তিনি তাড়াহুড়ো করে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না। যদিও মমতার বক্তব্যের পর বিরোধী শিবির বলতে শুরু করেছে, তিনি পার্থের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। আবার বিরোধীদের একাংশ বলছে, পার্থকে কাঠগড়ায় তুলে নিজের এবং দলের ‘দায়’ ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পার্থের দায় মমতাকেই নিতে হবে।’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের তির্যক মন্তব্য, ‘ভাগ্যিস বলেননি, পার্থকে চিনি না!’
একই সঙ্গে ওই ঘটনায় তার নাম জড়ানোয় বিরোধী বিজেপি-সিপিএমকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা। ‘বিজেপি-সিপিএম টাকার পাহাড় দিয়ে আমার ছবি দিচ্ছে কলকাতা জুড়ে! রাজনীতি না-করলে জিভটা কেটে দিতে পারতাম!’
একই সঙ্গে তিনি বললেন, ‘যে অন্যায় করেছে, তার বিরুদ্ধে যা খুশি করুন। আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না!’