logo
আপডেট : ২৫ মে, ২০২১ ১৮:১৩
সোনাগাজীতে চিংড়ি পোনা আহরণ বন্ধে উপজেলা মৎস‍্য দপ্তরের অভিযান
মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ (সোনাগাজী)

সোনাগাজীতে চিংড়ি পোনা আহরণ বন্ধে উপজেলা মৎস‍্য দপ্তরের অভিযান

সোনাগাজীতে চিংড়ি পোনা আহরণ বন্ধে উপজেলা মৎস‍্য দপ্তরের অব্যাহত অভিযান চলছে। সমুদ্রে ৬৫ দিন মৎস‍্য আহরণে নিষেধাজ্ঞা উপলক্ষে বড় ফেনী নদীতে উপজেলা মৎস‍্য দপ্তর সোমবার দিন ব্যাপী এ অভিযান চালান। অভিযান কালে চরঘেরা জাল প্রায় ২ হাজার মিটার, মশারী জাল ৩০ টি, প্রায় ১০ লক্ষ চিংড়ি পোনা জব্দ করা হয়। অভিযান কালে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। অভিযান কালে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, ক্ষেত্র সহকারী এ.এইচ.এম. নুরুল আমিন ও রাজীব চন্দ্র দাস। উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বড় ফেনী নদীতে মাছের জীববৈচিত্র সংরক্ষণে এ ধরণের অভিযান অব‍্যাহত থাকবে।