ঢাকা, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৭

এসএসসির টেস্টের ফল ও ফরম পূরণের তারিখ জানালো মাউশি

নিজস্ব প্রতিবেদক
এসএসসির টেস্টের ফল ও ফরম পূরণের তারিখ জানালো মাউশি

 

আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও ফরমপূরণ শুরুর তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসির টেস্ট পরীক্ষার ফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। আর ৩০ অক্টোবর থেকে এসএসসির ফরম পূরণ শুরু হবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

বোর্ড সূত্র জানায়, এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে বোর্ড।বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে।

উপরে