আপডেট : ২০ নভেম্বর, ২০২২ ১৭:২৮
মৃত্যু নেই, পরীক্ষার বিপরীতে শনাক্তে ০.৬৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে শনাক্তদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ১৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৭৯৭ জন।