ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
আপডেট : ১ মে, ২০২১ ২০:৫৮

উত্তরখানে করিমের বাগে ফারুক গংদের হামলা বাদশা মিয়ার পরিবার মারাত্বক আহত

হাফিজুর রহমান
উত্তরখানে করিমের বাগে ফারুক গংদের হামলা 
বাদশা মিয়ার পরিবার মারাত্বক আহত

রাজধানীর উত্তরখার থানাস্থ কাচকুঁড়া করিমের বাগ এলাকায় ফারুক গংদের হামলায় বাদশা মিয়ার পরিবার মারাত্মকভাবে আহত হয়েছে। এ ব্যাপারে উত্তরখান থানায় বাদশা মিয়া নিজে বাদী হয়ে জালাল উদ্দিনের পুত্র ফারুক (৩০), জালাল উদ্দিনের স্ত্রী - ফরিদা পারভীন, মেয়ে হালিমা বেগম (৩৩), রিপন মিয়া (৩৬), রিপন মিয়ার স্ত্রী রুমা (৩১) গংদের বিরুদ্ধে নির্যাতন, শ্রীলতাহানী চেষ্টা, অনাধীকারে প্রবেশ, অতর্কিত হামলা, মার ধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ  দায়ের করেন। উত্তরখান থানা পুলিশ তথ্য উপাত্তে সঠিকতা পেয়ে মামলা নথিভূক্ত করে ফারুককে গ্রেফতার করে কোর্টে  প্রেরণ করেন। যার মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২১ ইং। ধারা - ১৪৩,৪৪৮,৩২৩,৩২৫,৩০৭,৩৫৪, ৩৭৯, ৫০৬, পেনাল কোর্টে রজু হয়েছে। মামলার এস.আই আব্দুস সালাম বিষয়টি বিশেষ গুরুত্বের সহিত খতিয়ে দেখছেন। পূর্বে শত্রুতার জের ধরে ফারুক গংরা করিমবাগ ১২৪/১ বাসায় গত ৩০/০৪/২০২১ ইং তারিখে আনুমানিক ১৭.৪০ ঘটিকায় অতর্কিত হামলা চালায়। এই সময় মেয়ে শারমিন আক্তার (১১) কে শ্রীলতাহানীর উদ্দেশ্যে ওড়না টানা হেচরা করতে থাকলে বাদীর স্ত্রী সানিয়া পারভীন ও ছেলের স্ত্রী জান্নাত প্রতিবাদ করায় তারা এই অতর্কিত হামলা চালায় । সূত্রে আরও জানা যায়- হত্যার উদ্দেশ্যে চুলের মুঠো ধরে টানা হেচরা করতে থাকে এবং লোহার রড দিয়ে আঘাত করেছে। মাটিতে ঢলে পড়লে গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন যার বাজার মূল্য ৪৩,৭৫০/- টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা আল্টিমেটাম ঘোষণা দেয় করিমের বাগে বাদশা মিয়ার পরিবার বাস করতে পারবে না। আমরা থাকতে দিব না। এক সপ্তাহের মধ্যে তাদের মেরে ফেলা হবে  বলে হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে বড়ই শোকাভূত ভূক্তভোগীর পরিবার। হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও আঘাতে সেলাই লেগেছে ৭টি। সকল বিষয়টি খতিয়ে দেখবেন বলে উত্তরখান থানার ওসি আব্দুল মজিদ এ প্রতিবেদককে আশস্থ করেন। 

উপরে