ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
আপডেট : ৬ জুলাই, ২০২০ ১০:৫০

লিঙ্কডিন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা

লিঙ্কডিন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা


অনলাইন ডেস্ক
ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্টরি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে একাধিক চীনা প্রতিষ্ঠানর বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠেছে মার্কিন ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিক অনলাইন পরিষেবা প্রদানকারী সংস্থা লিঙ্কডিনের-এর বিরুদ্ধে! ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ রবিবার এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, এই মার্কিন সংস্থার বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির গুরুতর অভিযোগ উঠেছে। লিঙ্কডিনের-এর বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারকারীদের আইফোন বা ম্যাকবুকপ্রো ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে তাঁদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই অ্যাপ।  
সম্প্রতি আইফোন ব্যবহারকারী এক লিঙ্কডিন ইউজারই টুইট করে গোটা বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে লিঙ্কডিন এটিকে একটি যান্ত্রিক ত্রুটি হিসাবেই ব্যাখ্যা করেছে। সংস্থা জানিয়েছে, দ্রুত নতুন আপডেটের মাধ্যমে এই ত্রুটি শুধরে নেওয়া হবে। 

উপরে