ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০ ১৯:১৩

নিজের শেষকৃত্য নিয়ে যা বলেছিলেন ম্যারাডোনা

অনলাইন ডেস্ক
নিজের শেষকৃত্য নিয়ে যা বলেছিলেন ম্যারাডোনা


ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা মাত্র ৬০ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন। শতাব্দীর সেরা ফুটবলার ছোট-খাটো এই মানুষটি দীর্ঘদিন বিশ্ব মাতিয়ে রেখেছেন ফুটবলের জাদুতে।
বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি বুধবার বুয়েনস আয়ার্সে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। 
২০০৫ সালে নিজের শেষকৃত্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যদি আপনাকে আপনার শেষকৃত্য সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে আপনি কি বলবেন?
ম্যারাডোনা বলেছিলেন, ফুটবল খেলার জন্য আপনাকে ধন্যবাদ। এই খেলাটি আমাকে সবচেয়ে বেশি সুখী করেছে এবং স্বাধীনতা দিয়েছে। 
তিনি বলেন, এটা আমার হাত দিয়ে আকাশ ছোঁয়ার মতো। বল তোমাকে ধন্যবাদ। এটি আমার সমাধিস্থলে রাখবেন। ধন্যবাদ বল। 
ম্যারাডোনা নামটা ঠোঁটে এলেই ফুটবলপ্রেমীদের মনে পড়ে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার দুটি দু’রকম গোলের স্মৃতি। প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত এবং বিতর্কিত। রিপ্লেতে দেখা গিয়েছিল, ম্যারাডোনা হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন। সেই গোলকেই ‘হ্যান্ড অব গড’ বলেছিলেন ম্যারাডোনা। বলেছিলেন, ‘ওটা আমার নয়, ঈশ্বরের হাত ছিল।’
তবে সেই ম্যাচেই তার দ্বিতীয় গোল ছিল চোখজুড়ানো। ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। একের পর এক ফুটবলারকে কাটিয়ে গোল করেছিলেন তিনি, যা মুগ্ধতায় ভরিয়েছিল ফুটবলরসিকদের।

উপরে