ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
আপডেট : ২০ অক্টোবর, ২০২০ ১২:১৪

এশিয়ান অনলাইন দাবা থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

অনলাইন ডেস্ক
এশিয়ান অনলাইন দাবা থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়


শেষ আটে যাওয়ার আগেই এশিয়ান নেশনস (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবা থেকে বিদায় নিলেন বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্টে চার জয় ও দুই ড্রয়ে ১০ পয়েন্ট পায় বাংলাদেশ। টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ ১১তম হয়েছে। 
এর আগে ছেলেদের বিভাগ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৯ রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে দশম হয়ে শেষ হয় ছেলেদের যাত্রা।
গতকাল সোমবার অনলাইনে এশিয়ান নেশনস (রিজনস) উইমেন টুর্নামেন্টের তিন রাউন্ডের খেলা হয়। সপ্তম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতকে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারায় বাংলাদেশ।  এতে দুই নারী ইন্টারন্যাশনাল মাস্টারের মধ্যে দলের পক্ষে জয় পান রানী হামিদ, নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। আর শারমিন সুলতানা শিরিন ড্র করেন। হেরে যান নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।
পরের রাউন্ডে শুধু শিরিন জয় পান। হার দেখেন ওয়ালিজা রানি ও নোশিন; জর্ডানের কাছে দল হারে ৩-১ ব্যবধানে। এরপর নবম ও শেষ রাউন্ডে জাপানকে ৩-১ পয়েন্টে হারায় বাংলাদেশ। এতে শিরিন, ওয়ালিজা ও নোশিন জয় পান। নারী ফিদে মাস্টার নাজরানা খান হেরে যান।
এখন সেরা আট দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

উপরে