ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১০:৪৪

দুই বছর পর স্পেনের হার

নিজস্ব প্রতিবেদক
দুই বছর পর স্পেনের হার


উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে স্পেন। সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল লুইস এনরিকের শিষ্যরা। 
কিয়েভে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে ম্যাচের ৭৩ মিনিটে আন্দ্রে শেভচেঙ্কোর ইউক্রেনের জয়সূচক গোলটি করেন ভিক্তর তিশানকভ।
ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২১টি শট নেয় স্পেন, এর আটটিই ছিল লক্ষ্যে। বিপরীতে পুরো ম্যাচে ইউক্রেনের নেওয়া তিনটি শটের একটি ছিল লক্ষ্যে এবং সেটাতেই ৩ পয়েন্ট নিশ্চিত।
দুই জয় ও এক ড্রয়ের পর আসরে প্রথম হারের স্বাদ পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অপরদিকে ইউক্রেনের এটি দ্বিতীয় জয়। আসরে প্রথম দেখায় গত মাসে ঘরের মাঠে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছিল স্প্যানিশরা।

উপরে