ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২২

৪৩৬ দিন পর ২২ গজে নামছেন ধোনি

৪৩৬ দিন পর ২২ গজে নামছেন ধোনি


গত এক বছরেরও বেশি সময় ধরে অনেক কিছু করেছেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, শুধু বাইশ গজের ক্রিকেট মাঠে নামেননি তিনি।
গেল বছরের ৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে মার্টিন গাপটিলের থ্রো’য়ে রান আউট হয়ে একরাশ হতাশা আর আক্ষেপে ডুব দিয়ে সেই যে প্যাভিলিয়নে ফিরলেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করলেন না ধোনি। একবছরেরও বেশি সময় ধরে চলা সমস্ত জল্পনায় ইতি টেনে ধোনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ বিশ্বকাপ মিফাইনালটাই ছিল তার শেষ ম্যাচ।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩তম আসর।
উদ্বোধনী ম্যাচে অর্থাৎ ৪৩৬ দিন পর আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ধোনি।
ফের হেলিকপ্টার শট আছড়ে পড়বে গ্যালারিতে, ফের নিশ্চিত হারা ম্যাচ অজানা কোনও সমীকরণে উতরে দেবেন তিনি। এরককম আশায় বুক বাঁধছেন সমর্থকেরা। কিন্তু এতোদিন পর ঠিক কী কন্ডিশনে বাইশ গজে প্রত্যাবর্তন করবেন ধোনি? 
চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বলছেন, দীর্ঘ বিরতিতে আরও তরতাজা, মানসিকভাবে দৃঢ় এবং তিজ্ঞাবদ্ধ হয়েই ফিরবেন ধোনি।

উপরে