ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ৮ আগস্ট, ২০২০ ২১:২৯

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় কোচকে বরখাস্ত করল জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় কোচকে বরখাস্ত করল জুভেন্টাস


চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায়ের একদিনের মাথায় চাকরি হারালেন জুভেন্টাসের হেড কোচ মাওরিসিও সারি। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে এই খবর। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
শনিবার রাতে অলিম্পিক লিওর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে জুভরা, যার জেরে সারিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 
প্রায় ছয় মাস আগে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগের খেলায় ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে অলিম্পক লিওর কাছে হেরেছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগের খেলাতেও ব্যর্থ ছিলেন রোনালদো-হিগুয়েনরা। যার ফলে বরখাস্ত হলেন সারি।
গত বছরের জুনে তিন বছরের চুক্তিতে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন সারি। তার অধীনে গত মাসে টানা নবম সিরিআ শিরোপাও জেতে জুভরা। কিন্তু চ্যাম্পিয়ন লিগের এক ব্যর্থতাই সাবেক চেলসি ও নাপোলি কোচের সব শেষ করে দিল। 
এরই মধ্যে জুভেন্টাস নতুন কোচের সন্ধান শুরু করেছে বলে জানা গেছে। রোনালদো-দিবালাদের পরবর্তী গুরু কে হচ্ছেন তা হয়তো কিছুদিনের মাঝে জানা যাবে। 

উপরে