ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
আপডেট : ১০ নভেম্বর, ২০২০ ১৯:৪৭

‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে’

প্রতিদিন ডেস্ক
‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে’


বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে।
মঙ্গলবার বগুড়া সদর উপজেলার সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবগ্রাম ইউনিয়ন বিএনপি এ সম্মেলনের আয়োজন করেছে।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক উপায়ে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে আসছে। সাবগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করল। 
সাবগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হাসান শিমুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলী।
অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, একেএম খায়রুল বাসার, সহীদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি, এস এম রাসেল মামুন, নাজমা আক্তার।
আরও বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক রিগ্যান।

উপরে