ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৯ ২২:০৮

খালেদা জিয়ার কিছু হলে দায় শেখ হাসিনার : ইবরাহিম

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার কিছু হলে দায় শেখ হাসিনার : ইবরাহিম

‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দায় থেকে মুক্তি পাবেন না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইবরাহিম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা সরকারের কাছে তার মুক্তির দাবি জানাচ্ছি। সরকার এখন পর্যন্ত আমাদের কোনো দাবি শোনেনি। সরকারের কাছে ফের দাবি জানাচ্ছি, বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। বেগম জিয়ার সুচিকিৎসার বন্দোবস্ত করুন। তা না হলে এর দায়ভার আপনার প্রজন্ম থেকে প্রজন্ম গোপালগঞ্জবাসীর ঘাড়ে যাবে।’

তিনি বলেন, ‘দেশনেত্রীর যদি কোনো কিছু হয় গোপালগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দায় থেকে মুক্তি পাবেন না।’

ibrahim-02

ইবরাহিম বলেন, ‘আমরা এমন একটি ক্রন্তিলগ্নে এসে দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে ভবিষ্যত বলা মুশকিল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বলার চেষ্টা করি আগামীতে কী হতে পারে? আমাদের বিশ্লেষণে যতটুকু ধরা পড়ছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকার একটি গভীর খাদের পাড়ে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় পদ্মা নদীর পাড় যেমন ভেঙ্গে যায় এ খাদের মাটি যেকোনো সময় ধসে পড়বে। খাদের পাড়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের নিয়ে ভেঙ্গে পড়বে।’

তিনি বলেন, ‘আমি একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে, বাংলাদেশ সরকারের সাবেক প্রথম সারির কর্মকর্তা হিসেবে বলতে চাই, ২৯ তারিখ দিবাগত রাতে সরকারের যেসব কর্মকর্তা ভোট ডাকাতিতে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ মুসলমান বান্দা বের হয়ে আসবেন, তারা স্বীকারোক্তি দেবেন।’

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংগঠনটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জামায়াতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ, জাগপা সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান প্রমুখ বক্তৃতা করেন।

উপরে