ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৭

বিএনপির শাহজাহানের প্রচারণা বন্ধের ঘোষণা

প্রতিদিন ডেস্ক
বিএনপির শাহজাহানের প্রচারণা বন্ধের ঘোষণা

প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে রবিবার থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধের ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

শনিবার রাত আটটার দিকে জেলা শহরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

লিখিত অভিযোগে শাহজাহান বলেন, ‘প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের নেতাকর্মীরা আমার নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও পথসভায় হামলা, নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, দোকানপাটে হামলা ও ভাঙচুর করছে। এই পরিস্থিতিতে প্রশাসনের চরম অসহযোগিতা, পুলিশের বেপরোয়া আচরণ ও সরকার দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে আমাদের নির্বাচনী কার্যক্রম আপাতত বন্ধ রাখছি। সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি বিবেচনা করে পুনরায় প্রচারণা শুরু করব।’

তিনি আরও অভিযোগ করেন, ‘শনিবার দুপুরে গণসংযোগ শেষে কর্মীরা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবিএম জাকারিয়ার বাড়িতে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিল। এসময় ডিবি পুলিশ ও চরজব্বার থানা পুলিশ বিনা কারণে গুলি চালায়, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও বেদম লাঠিচার্জ করে। এতে ২৫ জন নেতাকর্মী আহত হন। এসময় নেতাকর্মীদের মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা সেগুলোতে আগুন দেয়।’

‘পরে পুলিশ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবিএম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলো, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী চৌধুরীসহ ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।’

উপরে