ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৮

রোহিঙ্গাদের দখলে পাঁচ হাজার একর বনভূমি

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের দখলে পাঁচ হাজার একর বনভূমি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার মোট চার হাজার ৯০১ একর সংরক্ষিত বনভূমি রোহিঙ্গাদের দখলে রয়েছে। এর মধ্যে রোহিঙ্গারা বর্তমানে সরাসরি বসতি স্থাপন করেছে চার হাজার ৮৫১ একর বনভূমিতে। একই সঙ্গে আগামীতে আরও ৫০ একর বনভূমি বর্জ্য ট্রিটমেন্ট প্লান্টের জন্য ব্যবহার করা হবে। বিপুল পরিমাণ বনভূমি ব্যবহারের ফলে প্রায় ৩৯৭ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৩৯৩ টাকার জীববৈচিত্র্যের ক্ষয়-ক্ষতি হয়। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে গঠিত ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ’ সংক্রান্ত কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ সচিব বরাবরে গত ৫ ফেব্রুয়ারি এ প্রতিবেদন প্রেরণ করে।

জানা যায়, গত বছরের ২৫ আগস্টের আগ পর্যন্ত আসা রোহিঙ্গারা দখল করেছিল ৬৯৫ একর ভূমি। গত বছরের ২৫ আগস্টের পর থেকে গত ৬ জানুয়ারি পর্যন্ত রোহিঙ্গাদের কারণে চার হাজার ৯০১ একর সংরক্ষিত বনভূমি ক্ষতি হয়েছে। তবে প্রতিদিনই রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ বাড়ছে। অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মা

উপরে