ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আপডেট : ২২ এপ্রিল, ২০২১ ১৩:২৬

ইতালিতে ১৫ বছর কাজ না করেই বেতন নিলেন হাসপাতাল কর্মী

অনলাইন ডেস্ক
ইতালিতে ১৫ বছর কাজ না করেই বেতন নিলেন হাসপাতাল কর্মী

ইতালির এক হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে ১৫ বছর বেতন নিয়েও কাজ না করার অভিযোগ উঠেছে। এই ব্যক্তি দেশটির দক্ষিণের শহর কাতানজারোতে সিয়াস্কিও হাসপাতালে কাজ করতেন। ২০০৫ সাল থেকে তিনি কাজে আসা বন্ধ করে দেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে ইতালিয়ান নিউজ এজেন্সি আনসার বরাত দিয়ে বলা হয়, অফিসে প্রতারণা, চাঁদাবাজি এবং অপব্যবহারের জন্য এখন তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তিনি এত বছরে কাজ না করেই মোট চার লাখ ৬৪ হাজার পাউন্ড পকেটে ঢুকিয়েছেন। এ হাসপাতালের ছয়জন পরিচালককের বিরুদ্ধেও অনুপস্থিত থাকার অভিযোগ আছে, এ নিয়েও তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ২০০৫ সালে এই কর্মচারীকে হাসপাতালে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এই সময়েই তিনি কাজে যাওয়া বন্ধ করেছিলেন। পুলিশ তার বিরুদ্ধে শৃঙ্খলা প্রতিবেদন দায়ের করতে বাধা দেওয়ার জন্য ম্যানেজারকে হুমকি দেওয়ারও অভিযোগ করেছে

উপরে