ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ২২ এপ্রিল, ২০২১ ১৩:১৮

কট্টরপন্থী দলের কাছে সরকারের নতিস্বীকারে নাখোশ পাকিস্তানের পুলিশ

অনলাইন ডেস্ক
কট্টরপন্থী দলের কাছে সরকারের নতিস্বীকারে নাখোশ পাকিস্তানের পুলিশ

তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) কাছে সরকার নতি স্বীকার করায় বিরক্ত দেশটির পাঞ্জাব রাজ্যের পুলিশ। 

পাঞ্জাবের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, সরকারের সঙ্গে টিএলপির চুক্তি অপ্রয়োজনীয় ছিল। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারের এই সিদ্ধান্ত পুলিশ বাহিনীকে হতাশাগ্রস্ত করেছে। পাশাপাশি এতে এমন দলগুলির কাছে বার্তা গেছে যে, "যে কোনও চাপের মধ্যে রাষ্ট্র যে কোনও সময় পদক্ষেপ প্রত্যাহার করতে পারে"।

পুলিশ কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, বিনা শাস্তিতে নিষিদ্ধ টিএলপি'র শত শত নেতাকর্মীদের মুক্তি এই অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীদের জন্য বিপর্যয়কর হবে। এতে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগকে “অসম্মানিত” করা হয়েছে।
টিএলপির গ্রেফতার হওয়া সাড়ে ৫ হাজার সমর্থক, কর্মী, নেতার মধ্যে গত মঙ্গলবার ৭৩৪জনকে মুক্তি দিয়েছে পাঞ্জাব সরকার। সম্প্রতি টিএলপির হামলায় ৪ পুলিশ সদস্য নিহত ও প্রায় ১০০০ জন আহত হয়। 

উপরে