ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৩০

ইরানের ক্ষেপণাস্ত্রের কারণে উদ্বেগে আছি : ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের জনক

অনলাইন ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্রের কারণে উদ্বেগে আছি : ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের জনক


ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পের জনক হিসেবে পরিচিত ইউযি রবিন বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইসরায়েলের জন্য বড় ধরণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেছেন, ইরানের অ্যারোস্পেস বিভাগ সামরিক ও বেসামরিক ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চলতি ২০২০ সালে তারা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
ইউযি রবিন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কথা স্বীকার করে বলেন, ইরানের আইআরজিসি এ সংক্রান্ত বিভিন্ন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং সেগুলোর উন্নয়ন ঘটাচ্ছে।
এর আগে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ সংক্রান্ত বাস্তবতা স্বীকার করে দাবি করেছে, তারা চায় ইরানের উপগ্রহ প্রকল্পের বিরুদ্ধে সবাই সোচ্চার হোক।
ইরান এ পর্যন্ত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পাশাপাশি বিভিন্ন ধরণের উপগ্রহ নির্মাণ করে সেগুলো মহাকাশে পাঠিয়েছে। সূত্র : পার্সুটডে।

উপরে