ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ১০ আগস্ট, ২০২০ ১৭:০২

ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের নতুন রেকর্ড


ব্রাজিলে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ এবং এর কারণে মৃত্যুর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্রাজিলে সংক্রমণের মোট সংখ্যা এখন ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ১ লাখের বেশি মানুষ। সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর দিক থেকে তাদের অবস্থান এখন বিশ্বে দ্বিতীয়।
সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্র অবশ্য এখনো শীর্ষে। সেখানে ৫০ লাখের বেশি মানুষ সংক্রমণের শিকার হয়েছে। মারা গেছে ১ লাখ ৬২ হাজার মানুষ।
এই দুই দেশের প্রেসিডেন্টই, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের জেয়ার বোলসোনারো, শুরু থেকেই করোনাভাইরাসের ঝুঁকিকে খাটো করে দেখাতে চেয়েছেন।-বিবিসি

উপরে