ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ৮ আগস্ট, ২০২০ ১৯:৪২

আতঙ্ক কাটেনি নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
আতঙ্ক কাটেনি নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েল


দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। শনিবার ইসরায়েলি দৈনিক হারেৎস এ খবর দিয়ে লিখেছে, ইসরায়েলি বাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল তা লেবানন থেকে তাদের আকাশসীমায় ঢুকেছে। ড্রোনটিকে যে তারা নিজেরাই উড়িয়েছিল তা তারা ভুলেই গিয়েছিল।
ড্রোন ভূপাতিত করার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গর্বভরে এ খবর টুইটারেও প্রচার করেছিল। কিন্তু পরবর্তীতে ইসরায়েলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে যে, ভূপাতিত ড্রোনটি ইসরায়েলের নিজের। লেবাননের কোনো ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেনি।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আতঙ্কে ইসরাইলি বাহিনী এ ধরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও ইসরায়েল দাবি করেছিল, লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল এবং তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কিন্তু হিজবুল্লাহ তৎক্ষণাৎ ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা এ ধরনের কোনো চেষ্টা চালায়নি।
সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সেনা শহীদ হওয়ার পর থেকেই মারাত্মক আতঙ্কে রয়েছে দখলদার সেনারা।

উপরে