ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ৯ জুলাই, ২০২০ ১৪:১৭

চীনের প্রভাব বৃদ্ধিতে নেপালে শুরু হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব

চীনের প্রভাব বৃদ্ধিতে নেপালে শুরু হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব


অনলাইন ডেস্ক
আগামী কয়েক সপ্তাহের মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ক্ষমতাচ্যূত করা হতে পারে। ৮ জুলাই এ নিয়ে খবর প্রকাশ করেছে ই্য়াহু নিউজ। প্রধানমন্ত্রীর পদ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়েছে। 
সম্প্রতি ভারতের তিনটি অঞ্চল নতুন মানচিত্রে অর্ন্তভুক্ত করে নিজ দলে বিতর্কিত হয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিকে চীনের সঙ্গেও সখ্যতা বাড়ছে নেপালের। এতে দেশটির ক্ষমতাসীন দলের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। 
ওলির প্রতিদ্বন্দ্বী নেপাল কমিউনিস্ট পার্টির নেতা পুষ্প কুমার দাহাল জানিয়েছেন, এবার তার ক্ষমতায় বসার সময় এসে গেছে। ওলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে কী না এ বিষয়ে দলের বেশ কয়েকটি বৈঠক করা হবে। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 
এর আগে গত সপ্তাহে ওলি জানিয়েছিলেন, তার দলের কয়েক জনের সহায়তা নিয়ে ভারত তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে।

উপরে