ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
আপডেট : ৬ জুন, ২০২০ ১৫:৩৮

দুই সহকর্মীকে বরখাস্ত করায় ৫৭ মার্কিন পুলিশের পদত্যাগ

অনলাইন ডেস্ক
দুই সহকর্মীকে বরখাস্ত করায় ৫৭ মার্কিন পুলিশের পদত্যাগ


অনলাইন ডেস্ক
মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার জেরে মার্কিন পুলিশের আরও কয়েকটি নির্মম আচরণের ভিডিও প্রকাশিত হয়েছে। যার জেরে বরখাস্ত করা হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের দুই পুলিশ সদস্যকে। এদিকে দুই সহকর্মীকে বরখাস্ত করায় ৫৭ মার্কিন পুলিশ পদত্যাগ করেছে। তারা নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো সিটির ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য ছিলেন। 
বাফেলো শহরের সেই ভিডিতে দেখা গেছে, বর্ণবাদ বিরোধী শান্তিপূর্ণ মিছিলে ৪ জুন ৭৫ বছর বয়স্ক এক শ্বেতাঙ্গকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কংক্রিটের রাস্তায় উল্টোভাবে পড়ে তার কান থেকে রক্ত বের হতে দেখেও পুলিশ অফিসারেরা ঐ স্থান থেকে সরে যান। পরে সেই বৃদ্ধকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মিছিলে অংশ নেওয়া মানুষেরা। তার অবস্থা ২৪ ঘণ্টা পরও শঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় বাফেলো সিটি পুলিশ কমিশনার সংশ্লিষ্ট দুই অফিসারকে বেতনহীন সাসপেনশনের নোটিশ দিয়েছেন। সিটি মেয়র জানিয়েছেন যে, এমন আচরণ খুবই অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য। ভিডিওটির বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। 

উপরে