ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ৬ জুন, ২০২০ ১৪:৫৯

মালিতে আল কায়দার শীর্ষ নেতা নিহত

অনলাইন ডেস্ক
মালিতে আল কায়দার শীর্ষ নেতা নিহত


অনলাইন ডেস্ক
মালিতে এক সামরিক অভিযানে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার উত্তর আফ্রিকার শীর্ষ নেতা নিহত হয়েছেন। তার নাম আবদেলমালিক দ্রুকদেল।
বুধবার মালির উত্তরাঞ্চলে চালানো ওই অভিযানে আবদেলমালিক ছাড়াও তার দলের আরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে আল কায়দা নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
গত মাসে অন্য এক অভিযানে ফ্রান্সের সৈন্যরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঊর্ধ্বতন এক কমান্ডারকেও আটক করেছিল।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী টু্ইটারে দেয়া এক বিবৃতিতে ওই অঞ্চলে জঙ্গি বিরোধ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বুধবারের ওই ‘দুঃসাহসিক অভিযান’কে আফ্রিকার জঙ্গিদের জন্য বড় ধরনের আঘাত হিসাবেও উল্লেখ করেছেন।
বুধবারের অভিযানে নিহত আবদেলমালিক দ্রুকদেল আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) প্রধান ছিলেন। পাশপাশি জঙ্গিগোষ্ঠীটির সাহেল অঞ্চলে ক্রিয়াশীল শাখা জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনিরেরও (জেএনআইএম) দায়িত্বে ছিলেন।
আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করা দ্রুকদেল বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে সমধিক পরিচিত ছিলেন।
এর আগে গত ১৯ মে মালিতে চালানো অন্য অভিযানে আইএসের বৃহত্তর সাহারা অঞ্চলের(আইএসজিএস) অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ ম্রাবাতকে আটক করা হয়েছিল।

উপরে