ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আপডেট : ২১ জানুয়ারি, ২০২০ ১৪:৪৫

দায়িত্ব নিয়েই প্রতিশোধ নেয়ার ঘোষণা!

প্রতিদিন ডেস্ক
দায়িত্ব নিয়েই প্রতিশোধ নেয়ার ঘোষণা!


দায়িত্ব নিয়েই ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন নতুন শীর্ষ জেনারেল ইসমাইল কানি। যুক্তরাষ্ট্র কাপুরুষোচিত পথ অবলম্বন করে সোলায়মানিকে হত্যা করেছে তাই সাহসীকতার সহিত এ হত্যার প্রতিশোধ নিতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। গতকাল সোমবার (২০ জানুয়ারি) ইরানের নতুন শীর্ষ জেনারেলের দায়িত্বে নিযুক্ত হন ইসমাইল কানি। এ উপলক্ষ্যে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী একটি অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানেই তিনি সোলায়মানি হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কাপুরুষের মতো সোলায়মানিকে হত্যা করেছে। ইরানবাসী এ হত্যার বদলা নেবে। তবে কাপুরুষের মতো নয় বরং সাহসী বীরপুরুষের মতো শত্রুদের আঘাত করবে।’ উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ইরানি শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর কাছেই কেবল তিনি রিপোর্ট করতেন। এ হত্যাকাণ্ডের ফলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়ে যায় এবং তা যুদ্ধ পরিস্থিতির পরিবেশ সৃষ্টি হয়। প্রতিশোধের অংশ হিসেবে গত ৮ জানুয়ারি ইরাকের দুই মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। এতে কোনো মার্কিন সেনা নিহত না হলেও বেশকয়েকজন আহত হয়। নতুন শীর্ষ জেনারেল ইসমাইল কানি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন । ১৯৮০ সালে তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন।

উপরে