ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৬

ইন্দোনেশিয়ায় ফের সুনামিতে নিহত অর্ধশত

প্রতিদিন ডেস্ক
ইন্দোনেশিয়ায় ফের সুনামিতে নিহত অর্ধশত

ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ সুনামিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮৪ জন।  দেশটির সুন্দা প্রণালীর আশপাশের সৈকতে  এ ভয়াবহ সুনামির ঘটনা ঘটে। খবর বিবিসির।

শনিবার রাত পৌনে ১০টার দিকে সুন্দা উপত্যকায় ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমি ধসের কারণে ওই সুনামি হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে প্যানদেগ্ল্যাং, দক্ষিণ লাম্পাং ও সেরাং এলাকায়।

মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। পূর্ণিমার কারণে সাগর আরও ফুঁসে উঠতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রহ সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা, ভেসে যাওয়া সড়ক, গাড়ির ছবি পোস্ট করেছেন টুইটারে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার রাতে সুনামির পর থেকে অন্তত দুই ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। কয়েক ডজন ঘরবাড়ি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামির তাণ্ডবে একের পর এক বাড়ি ভেঙে পড়তে শুরু করে। এতে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকে। আহত হয়েছেন অর্ধ সহস্রাধিক মানুষ। খোলা আকাশের নিচে হাজার হাজার আতঙ্কিত মানুষ রাত যাপন করছেন। কেউ কেউ মসজিদসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আশ্রয় নিয়েছেন।

ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) ধারণা, এই সুনামির সৃষ্টি হয়েছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে। এর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়েছে সুনামির ঢেউ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের তলদেশে ভূমিধসের কারণে সুনামি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা স্ট্রেট জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

গত সেপ্টেম্বরে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে প্রাণ হারায় দুই হাজারেরও বেশি মানুষ।

উপরে