logo
আপডেট : ২১ মার্চ, ২০২০ ১৭:১৬
‘স্বপ্ন’ সুপার শপে অভিযান
নিজস্ব প্রতিবেদক

‘স্বপ্ন’ সুপার শপে অভিযান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনাভাইরাস আতঙ্কে বেড়েছে নিত্যপণ্যের বিক্রি। এ সুযোগ পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যেন ফায়দা না লুটতে পারেন এজন্য বিভিন্ন বাজার ও সুপারশপে বিশেষ অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার রাজধনীর বনশ্রীর অভিজাত বিপণি-বিতান ‘স্বপ্ন’ সুপারশপে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন।

তিনি জানান, করোনাভাইরাসকে পুঁজি করে নিত্যপণ্যের বাজার যেন অস্থিতিশীল না হয় সেজন্য সরকারের নির্দেশে অধিদফতরের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় ‘স্বপ্ন’ সুপারশপে অভিযান করেছি। এখানে একাধিক ক্রেতাকে প্রয়োজনের তুলনায় অধিক কেনাকাটা করতে দেখা যায়। ভোক্তারা যেন বেশি পণ্য না কেনেন এজন্য পরামর্শ দিয়েছি। পাশাপাশি স্বপ্নকে সতর্ক করেছি তারা যেন অধিক পণ্য একসঙ্গে বিক্রি না করে পাশাপাশি পণ্যের দাম না বাড়ায়।

তিনি আরও বলেন, স্বপ্নকে সতর্ক করেছি। আমাদের অভিযান চলছে। বিভিন্ন বাজার ও সুপারশপে অভিযান চলবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।