logo
আপডেট : ৯ মার্চ, ২০২০ ১৮:৩৩
ঢাকা-১০ আসন থেকে শুরু হবে পরিবর্তনের হাওয়া
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১০ আসন থেকে শুরু হবে পরিবর্তনের হাওয়া

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজি মো. শাহজাহান বলেছেন, মানুষ পরিবর্তন চায়, শান্তি ও নিরাপদে বসবাস করতে চায়। নির্বাচন কমিশন যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে তাহলে ঢাকা-১০ আসন থেকেই পরিবর্তনের হাওয়া শুরু হবে।

সোমবার (৯ মার্চ) দিনব্যাপী ঢাকা-১০ নির্বাচনী এলাকার বিডিআর ৫নং গেট, গণকটুলী, নিউমার্কেট ও ১৭নং ওয়ার্ডের কলাবাগানে লাঙ্গলে ভোট চেয়ে জনসংযোগকালে এসব কথা বলেন তিনি। বিকালে ধানমন্ডি ২নং রোডে বড় একটি পথসভায়ও বক্তব্য রাখেন হাজি শাহজাহান।

তিনি বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। স্বাধীনতার পতাকা উপহার দিয়েছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা এমএ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহ আলম দেওয়ান, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, খায়রুল আলম, শওকত হোসেনসহ স্থানীয় জাপার নেতাকর্মী উপস্থিত ছিলেন।