logo
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:০৭
বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধিতে জনগণের খুব একটা ভোগান্তি হবে না: কাদের
অনলাইন ডেস্ক

বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধিতে জনগণের খুব একটা ভোগান্তি হবে না: কাদের


বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধিতে জনগণের খুব একটা ভোগান্তি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৯ ফেব্রুয়ারি) তিনি বলেন, উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হচ্ছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলমান থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৮.৪ শতাংশ, সঞ্চালন মূল্য ৫.৩ শতাংশ ও খুচরা পর্যায়ে গড়ে ৫.৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বাড়তি দাম ১ মার্চ থেকে কার্যকর হবে। বিল দিতে হবে এপ্রিলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের দাম ০-৫০ ইউনিট পর্যন্ত বেড়েছে ৩ টাকা ৭৫ পয়সা, ০-৭৫ ইউনিট ৪ টাকা ১৯ পয়সা, ৭৬-২০০ ইউনিট ৫ টাকা ৭২ পয়সা, ২০১-৩০০ ইউনিট ৬ টাকা, ৩০১-৪০০ ইউনিট ৬ টাকা ৩৪ পয়সা, ৪০১-৬০০ ইউনিট ৯ টাকা ৯৪ পয়সা, ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১১ টাকা ৪৯ পয়সা।