logo
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:০৩
নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর
অনলাইন ডেস্ক

নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

 

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ধারা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ৩ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের তথ্য থেকে এসব জানা যায়।

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে ৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস।