logo
আপডেট : ২৯ মার্চ, ২০২১ ১৯:১১
জরিপ সম্পন্ন হলে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে
অনলাইন ডেস্ক

জরিপ সম্পন্ন হলে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র ২৮টি জেলায় জরিপের কাজ সম্পন্ন করেছে এবং বই আকারে প্রকাশ করেছে। বাকি ৩৬টি জেলায় জরিপের কাজ সম্পন্ন হলে মুক্তিযুদ্ধের সময় শহীদদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে এবং এ সংক্রান্ত বিতর্কের অবসান ঘটবে।’

আজ সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘গণহত্যার পাঁচ দশক: স্বীকৃতি, বিচার ও ইতিহাসের দায়’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এবং গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে।