logo
আপডেট : ১১ মার্চ, ২০২১ ১২:৪০
তাইওয়ানে ৬ বছরের মধ্যেই হামলা চালাবে চীন, উদ্বেগ বাড়াল শীর্ষ মার্কিন সেনাকর্তা
অনলাইন ডেস্ক

তাইওয়ানে ৬ বছরের মধ্যেই হামলা চালাবে চীন, উদ্বেগ বাড়াল শীর্ষ মার্কিন সেনাকর্তা

চীন আগামী বছর ছয়েকের মধ্যেই তাইওয়ান দখল করতে হামলা চালাবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মার্কিন সেনকর্তা অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে এমনটাই দাবি করেছেন। খবর টিভি৯ এর।

এই শীর্ষ মার্কিন সেনাকর্তার ভাষ্য, '২০৫০ সালের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা অর্জন করতে চায় চীন। তারা আন্তর্জাতিক আইন সেই অর্থে মানে না। এই বিষয়ে আমি উদ্বিগ্ন। মার মনে হয়, আগামী ছয় বছরের মধ্যে তাইওয়ান দখল করতে হামলা চালাবে চীন।'

এদিকে, চীনের হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্র হওয়ার সুবাদে সমুদ্রেই চীনকে রুখে দিতে এবার দেশেই অত্যাধুনিক সাবমেরিন বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বর্তমানে তাইওয়ানের কাছে যে ডুবোজাহাজগুলো আছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের।