logo
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৫
বিটিএসকে করোনার সঙ্গে তুলনা করে ক্ষমা চাইলেন জার্মান উপস্থাপক
অনলাইন ডেস্ক

বিটিএসকে করোনার সঙ্গে তুলনা করে ক্ষমা চাইলেন জার্মান উপস্থাপক

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীতদল বিটিএসের সাথে লাইভ ব্রডকাস্টের সময় করোনাভাইরাসের সঙ্গে তুলনা করেছিলেন এক জার্মান উপস্থাপক। বিশ্বের অন্যতম বড় ও জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ভক্ত-অনুসারীর সংখ্যা বিশাল। এমন মন্তব্যে ক্ষেপে গিয়ে তারা বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানান।

পরে বাধ্য হয়ে ক্ষমা চেয়েছেন ম্যাথিয়াস মাতুসচিক নামের সেই জার্মান উপস্থাপক। তার দাবি, তিনি কাউকে অপমান করতে চাননি। তার মন্তব্যকে অন্যভাবে নেওয়া হয়েছে। তবে ব্যান্ডের সঙ্গে করোনার তুলনা করা 'ভুল' হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিভিন্নভাবে বর্ণবাদী আচরণের শিকার হয়েছে এশীয়রা। জার্মান উপস্থাপকের এমন আপত্তিকর তুলনা তারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: বিবিসি