logo
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ১৩:৪০
নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম, পুলিশের ১৮ রাউন্ড ফাঁকা গুলি
অনলাইন ডেস্ক

নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম, পুলিশের ১৮ রাউন্ড ফাঁকা গুলি

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর হামলায় নৌকার প্রার্থীর এজেন্টসহ ৩ জন আহত হয়েছেন। এসময় সংঘর্ষ থামাতে পুলিশ ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।’

পুলিশ জানায়, শান্তিপূর্ণভাবে হরিনাকুন্ডু পৌরসভার ভোটগ্রহণ চলছিল। হঠাৎ কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের লোকজন ভোট কেন্দ্রে ঢুকে নৌকার এজেন্ট সাগর আলীকে কুপিয়ে আহত করে। হামলায় আরও ২ জন আহত হন। পুলিশ ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে আবার শুরু হয়।

আহত সাগর আলীকে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে থাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয় বলে জানায় পুলিশ।

তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় আজ শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।