logo
আপডেট : ১৩ জানুয়ারি, ২০২১ ১৭:১০
২৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
হাফিজুর রহমান

২৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

২৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক 
হাফিজুর রহমান
গতকাল বুধবার দুপুর ১২ টা ১৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা ট্রেণের এক যাত্রীর কাছ থেকে, গণমাধ্যমকর্মীদের প্রত্যক্ষ সহযোগীতায় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে জিআরপি ( সরকারী রেলওয়ে পুলিশ)। ট্রেণ থেকে নেমে স্টেশনের পূর্বপাশের গেইট অতিক্রম করে বাহিরে বের হয়ে আসার পর, অজ্ঞাতনামা এক ব্যক্তি তার পরিচিত কোন একজনকে ডাক দিলে, গ্রেফতারকৃত ঐ যুবক তাকে ডাক দেয়া হয়েছে মনে করে, ভয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে, স্টেশনে উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ সহযোগিতায় তাকে স্টেশনের অনতিদূরে কসাইবাড়ির কাছে ধরে ফেলে, জিআরপি এএসআই (সহকারী উপ-পরিদর্শক) মহিউদ্দিন সন্দেহভাজন যুবককে আটক করে স্টেশনে নিয়ে আসে এবং তার কাছ থেকে পলিথিনের ব্যাগে রক্ষিত ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটক যুবককের নাম আকাশ (২৮) এবং তার বাবার নাম আব্দুর রহমান এবং চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বাসিন্দা বলে জানায় সে। সেসময় রফিক নামে তার এক সহযোগী পালিয়ে যেতে সমর্থ্য হয়। এ প্রসঙ্গে বিমানবন্দর রেলওয়ে স্টেশন জিআরপি’র তত্ত্বাবধায়ক এসআই (উপ পরদর্শক) আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, “গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”