logo
আপডেট : ২০ নভেম্বর, ২০২০ ২১:৩৬
গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে : মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘সরকারের অপকর্মের সমালোচনা রুখতেই বিরোধীদের গুম করা হচ্ছে। গত এক দশক ধরে এই গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে। যেহেতু তারা জনগণ থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
‘সেই কারণে তারা গুমের সংস্কৃতি চালু রেখে ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর নির্যাতন করছে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই ভীতি সৃষ্টি করা হয়, বিরোধী নেতাকর্মীদের গুম করা হয়। এ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি প্রচণ্ডভাবে বিনষ্ট হচ্ছে’ বলেও তিনি দাবি করেন।
আজ বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন। তিনি বলেন,‌ ‌‘এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন পাঁচজন। তারা হচ্ছেন লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব, ফেরদৌস মজুমদার মাসুম ও সেলিম মিয়া। এই পাঁচজনকে তুলে নিয়ে গেছে সাদাপোশাকধারীরা, অনেক জায়গাতে পুলিশেরা তুলে নিয়ে গেছে।’
‘দল ও তাদের পরিবার থেকে খোঁজ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করছে যে তারা এই সম্পর্কে কিছু বলতে পারেন না। যারা গুম হয়েছে তাদের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় আছে, আমরাও উদ্বিগ্ন অবস্থায় আছি’ উল্লেখ করেন মির্জা ফখরুল।