logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২০ ১৮:০৭
আলুর মূল্য কেজিতে ৫ টাকা বাড়াল সরকার
নিজস্ব প্রতিবেদক

আলুর মূল্য কেজিতে ৫ টাকা বাড়াল সরকার


বাজার নিয়ন্ত্রণে দেশের খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করেছে সরকার। সবার সিদ্ধান্তমতে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। 
মঙ্গলবার বিকাল গণমাধ্যমকে এ তথ্য জানান মোহাম্মদ ইউসুফ। 
তিনি বলেন, বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনঃনির্ধারণ করা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদফতর।