logo
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:০৬
‘সঠিক সময়ে’ ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি : ট্রাম্পের প্রত্যাশা
অনলাইন ডেস্ক

‘সঠিক সময়ে’ ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি : ট্রাম্পের প্রত্যাশা


দখলদার ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরবও সম্পর্ক স্বাভাবিক করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। 
মধ্যপ্রাচ্যের দুই আরব দেশের পদক্ষেপ সৌদিও অনুসরণ করবে কি না, সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি সৌদি আরবের সঙ্গে কথা বলেছি। সঠিক সময়ে এই সিদ্ধান্ত আসবে। সাত বা আট বা ৯টির বেশি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করবে।
পুরো মুসলিম বিশ্বের উদ্বেগ ও উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে  বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসে মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বহুল বিতর্কিত চুক্তিটি স্বাক্ষরিত হয়।