logo
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৭
'ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে
অনলাইন ডেস্ক

'ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে


ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, কেবলমাত্র দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েল সরে গেলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ইহুদি এ রাষ্ট্রের সাথে ইউএই ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের পর তিনি একথা বলেন। 
ওয়াশিংটনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে আব্বাস বলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জিত হবে না।’
তিনি বলেন, তাদের এ কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করে ফিলিস্তিনিরা এর নিন্দা জানায়।