logo
আপডেট : ৩০ জুন, ২০২০ ১৭:৫১
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: সান্ত্বনার ভাষা পাচ্ছেন না সাকিব
নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: সান্ত্বনার ভাষা পাচ্ছেন না সাকিব


বুড়িগঙ্গায় লঞ্চডুবে ৩২ জনের মৃত্যুতে শোকে মুহ্যমান জাতি। এই শোক সব শ্রেণিপেশার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। লঞ্চডুবির ঘটনায় নিজেকে সামলাতে পারছেন না ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক বিবৃতি দিয়েছেন তিনি।
যেখানে তিনি লিখেছেন, প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ।
তিনি আরও লিখেছেন, সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে শান্তনা দিতে পারছি না। পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোন শান্তনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সব সকল দূর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরোপারে পাড়ি জমানো সকল আত্বার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।