ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২৩:৪০

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নোবেল

অনলাইন ডেস্ক
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নোবেল

‘সারেগামাপা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। বির্তকের কারণে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন তিনি। সবশেষে নিজের গানের প্রচারণায় নেতিবাচক মন্তব্য করার কারণে সমালোচনার মুখে পড়েন নোবেল। আর ক’দিন আগে, মধ্যরাতে হঠাৎ গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। কিন্তু সকালেই ভোল পাল্টালেন আর মুছে ফেললেন রাতের ওই স্ট্যাটাস।

এবার তিনি তার অতীতের সবকিছুর জন্য অনুতপ্ত হয়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। সবকিছু নতুন করে শুরু করার সুযোগও চেয়েছেন এই গায়ক।

আজ ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার।’

তিনি আরও লিখেছেন, ‘তোমরা আমার শ্রোতা, আমার কলিজা তোমরা। তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! যাস্ট জিরো!’

নিজের ভুল স্বীকার করে নোবেল লিখেছেন, ‘ভুলের উর্ধ্বে কেউই না। কিন্তু ক্ষমা কি মহৎ গুণ নয়? আমি জানি আমার মত দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেবার মত কিছু হলেও আছে।’

সবশেষে তিনি লিখেছেন, ‘তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাইনা আমি, একটু ভালবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।’

উপরে