ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আপডেট : ৫ মে, ২০২১ ১৮:২৫

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি নবীনগরের ৫৪ টি ভূমিহীন পরিবার

মো. কামরুল ইসলাম, নবীনগর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি নবীনগরের ৫৪ টি ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, মুজিববর্ষে গৃহহীন থাকবে না কেউ আর” স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর
উপজেলার শ‍্যমগ্রাম ইউনিয়নের শাহবাজপুর ও নাছিরাবাদ গ্রামের ৫৪ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সুবিধাভোগীদের মাঝে পাকাঘরগুলো বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাবুল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বজলুর হক, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবু খায়ের, শিক্ষক টিপু শেখ মির্জা, সাংবাদিক সেলিম রেজা ও মো. আমজাদ হোসেন প্রমুখ।

শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া এসব ঘর পেয়ে সুবিধাভোগিরা খুশি। এ ধরনের মহতি উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ দীর্ঘায়ু কামনা করেছেন ভূমি ও গৃহহীন সুবিধাভোগীরা।

উপরে