ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৩৫

সিলেটে বাড়ছে বেকারি পণ্যের মূল্য

অনলাইন ডেস্ক
সিলেটে বাড়ছে বেকারি পণ্যের মূল্য

করোনা পরিস্থিতি ও বেকারি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। কোন উপায় না পেয়ে এবার বেকারিতে উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করতে যাচ্ছেন বেকারি মালিকরা।

 

পণ্যের গুনগত মান ঠিক রেখে আগামীকাল শনিবার থেকে সিলেটে সবধরনের বেকারি পণ্যের মূল্য শতকরা ২০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি, সিলেট শাখা।

সমিতির সিলেট শাখার সভাপতি ছালেহ আহমদ চৌধুরী জানান, ব্যবসায়ীরা নানা সংকটের কারণে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। 
এছাড়া তেল, ময়দা, চিনিসহ বেকারির সকল উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই মান ঠিক রাখতে সবধরনের বেকারি পণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপরে